মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সামশেরগঞ্জে ফের উদ্ধার বারুদ ও বোমা তৈরীর সরঞ্জাম । গ্রেফতার করা হয়েছে এক দুষ্কৃতীকে । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালান হয়। সামশেরগঞ্জ থানার হাসুপুর সংলগ্ন এলাকায় বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় বিকাশ মন্ডল নামে ব্যক্তিকে। ধৃতের কাছ থেকে প্রায় আড়াই কেজি বোমা তৈরির মশলা সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয় বলে পুলিশের দাবি। ধৃত ব্যক্তি এলাকারই বাসিন্দা । কী কারণে বোমা তৈরির মশলা বাড়িতে মজুত করেছিল ওই ব্যক্তি তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ। এই ঘটনার সাথে আর কেউ যুক্ত কিনা তাও ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সামসেরগঞ্জে বাড়ির ভেতরে মজুত বিপুল পরিমাণ বোমার মশলা !
Published By: Madhyabanga News |
Published On:
