মাসুদ আলি, সামসেরগঞ্জ, ২৯ অক্টোবরঃ লক্ষীপুজোয় লক্ষ্মী লাভের আশা। সেই আশা থেকেই জমে উঠেছিল জুয়ার টেবিল। কিন্তু বাধ সাধল পুলিশ। শনিবার লক্ষ্মীপুজোর রাতে সামসেরগঞ্জের একাধিক জায়গায় হানা দিয়ে ২১ জন জুয়াড়িকে গ্রেফতার করলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিশ। শনিবার রাতে সামশেরগঞ্জের তালতলা সাহেবনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই জুয়াড়িদের। বাজেয়াপ্ত করা হয়েছে ৮৬৪০ টাকা। রবিবারই ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। তবে পুলিশের হাতে ধরা পড়ে লক্ষ্মী হারিয়ে নেজাহাল দশা হয়েছে জুয়ারীদের।
লক্ষ্মীর খোঁজে জুয়ার টেবিল ! সামসেরগঞ্জে শ্রীঘরে ঠাঁই
Published By: Madhyabanga News |
Published On: