Samserganj News পেশায় ফলের ব্যবসায়ী। কিন্তু তার আড়ালে এই কাণ্ড! গভীর রাতে আচমকাই বাড়িতে হাজির পুলিশ। আর তল্লাশি চালাতেই সামনে এল আসল ঘটনা। যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। বিস্ফোরক অভিযোগ সামনে এল। পুলিশের দাবি, ফল ব্যবসার আড়ালে চলছিল অস্ত্র কারবার। আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে বাবা ও ছেলে। গোপন সুত্রে এই খবর পেয়ে সোমবার রাতে সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ উত্তরপাড়া এলাকায় আনারুল ইসলামের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি অভিযানেই উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র। একটি সেভেন এমএম পিস্তল ও একটি দেশি পিস্তল। ঘটনায় গ্রেপ্তার করা হয় গৃহকর্তা আনারুল ইসলাম (৫২) ও তার ছেলে টিঙ্কু সেখকে (২৮) । বাবা ও ছেলে পেশায় ফল ব্যবসায়ী। তারা কী কারনে বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখেছিল? এই প্রশ্নই এখন মাথা চাড়া দিয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে রহস্যের উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় সামসেরগঞ্জ থানার পুলিশ। ফল ব্যবসার আড়ালে কি তারা অস্ত্র কারবারে যুক্ত ছিল? কতদিন ধরে চলছিল এই কাণ্ড? আর কী কী মতলব ছিল তাদের? তদন্তে পুলিশ।