Samserganj News ফের উত্তপ্ত সামসেরগঞ্জ, বোমাবাজিতে আক্রান্ত শৈশব

Published By: Imagine Desk | Published On:

Samserganj News  ফের আক্রান্ত শৈশব। পারিবারিক বিবাদের জেরে বোমাবাজি। দুষ্কৃতিদের ছোড়া বোমের আঘাতে গুরুতর আহত দুই শিশু। ঘটনাকে ঘিরে বুধবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়ায় সামসেরগঞ্জ থানার অন্তর্গত দেবীদাসপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই পরিবারের অশান্তিতে বোমাবাজি হয় এলাকায়। বোমাবাজির জেরেই আহত হয় দুই শিশু। আহতদের উদ্ধার করে অনুপনগর হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।

Samserganj News এলাকায় রয়েছে একটি কোচিং সেন্টার। সেখানেই প্রতিদিনের মতো ক্লাসে আসে ছাত্র ছাত্রীরা। ক্লাস চলাকালীন কোচিং সেন্টারের বাইরেই দুষ্কৃতিরা বোমা ছোড়ে বলে অভিযোগ। কোচিং সেন্টারের এক শিক্ষক বাসিরুদ্দিন আহম্মেদ জানান তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তিনি জানান, কোচিং সেন্টারের পেছনেই পারিবারিক ঝামেলা চলছিল। বাড়ি ভাঙচুর হয়। অশান্তি চলাকালীন ক্লাস নাইন, টেনের পড়ুয়ারা কোচিং সেন্টার থেকে বেড়িয়ে যায় কোনরকমে। যদিও নার্সারির দুই পড়ুয়া সেন্টার থেকে বেরোনোর সময় বোমা বিস্ফোরণের জেরে গুরুতর আহত হয়।

Samserganj News এলাকায় বোমাবাজির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেটাল ডিটেক্টর দিয়ে এলাকায় চলে চিরুনি তল্লাশি। বোমা কোথায় মজুত ছিল? আর কোথাও লোকানো আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। গত কয়েক সপ্তাহে মারাত্মকভাবে উত্তপ্ত ছিল সামসেরগঞ্জ। একাধিক বাড়িতে চলে বেপরোয়া ভাঙচুর, লুঠপাঠ। ওয়াকফ আইনের প্রতিবাদে যে আন্দোলন চলছিল, তা বিধ্বংসী আকার নেয় সামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি সহ একাধিক এলাকায়। মোতায়েন করা হয়ে কেন্দ্রীয় বাহিনী। তারপর থেকে পরিস্থিতি ছিল থমথমে। এরই মধ্যে এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই জানা গিয়েছে।