Samserganj News বুধবার ভর দুপুরে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশু। নিখোঁজদের উদ্ধারে শুরু হয়েছে তল্লাশি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে সামশেরগঞ্জের লোহরপুর গঙ্গার ঘাটে স্নান করতে নামে দুই বন্ধু। দুজনেই সাঁতার না জানায় ঘটে যায় বিপত্তি।
Samserganj News খবর জানাজানি হতেই নদী পাড়ে ভিড় করেন অসংখ্য মানুষ। দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসে এলাকা জুড়েই। প্রত্যেকেই অধীর অপেক্ষায়। চাচন্ড গ্রাম পঞ্চায়েত সদস্য রাকিব হোসেন জানান, দুই বন্ধু স্নান করতে এসে খেলা করছিল। জলে পড়ে যায় এক বন্ধু। আরেক বন্ধু হাত ধরে তুলতে গিয়ে দুজনেই তলিয়ে যায়।

Samserganj News তলিয়ে যাওয়া দুই শিশু মধ্য চাচন্ড এলাকার বাসিন্দা বলেই স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনাস্থলে যায় সামসেরগঞ্জ থানার পুলিশ। নৌকায় চলে তল্লাশি অভিযান। দেহ উদ্ধারের জন্য স্পিড বোটেও তল্লাশি চলে। দুর্ঘটনায় নিখোঁজ দুই শিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দুই শিশুর এই পরিণতিতে নদী পাড়ের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন।