Samserganj News মুর্শিদাবাদের সামশেরগঞ্জে রাতের অন্ধকারে বাইকে যাওয়ার পথে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে দুই যুবক। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন। সামসেরগঞ্জ থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ডাকবাংলা পাকুড় রোড সংলগ্ন ঘোড়ামারা এলাকা অভিযান চলে। বাইকে আসা দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিন ।
Samserganj News ধৃত আনারুল ইসলাম এবং সাকিরুল হক সামশেরগঞ্জের নতুন জালাদিপুরের বাসিন্দা বলে জানা গছে। আগ্নেয়াস্ত্র নিয়ে কী প্ল্যান ছিল ধৃতদের? হাত বদল? নাকি অন্য কোন টার্গেট? ঘটনার পরেই দানা বাঁধছে রহস্যের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সোমবার ধৃতদের হেফাজতে পেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ।