Samserganj News একের পর এক পথ দুর্ঘটনা মুর্শিদাবাদে। কখনো বাইকের বেপরোয়া গতি, কখনো উদাসীনতা। যার জেরে বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। প্রাণ হাতে চলছে ঝুঁকির পথচলা। বৃহস্পতিবার সন্ধ্যেয় বড়ঞার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ যায় তিন জনের। এরপর শুক্রবার সকালে আবারও পথ দুর্ঘটনা সামসেরগঞ্জে। জাতীয় সড়ক পার হওয়ায় সময় ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। সাইকেল নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে প্রাণ গেল এক ফেরিওয়ালার। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে সাইকেল আরোহী ফেরিওয়ালার।

Samserganj News প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে বাসুদেবপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্টেশন রোডে সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন লাতাবর শেখ নামে এক ফেরিওয়ালা। তখনই রাস্তা দিয়ে যাওয়া একটি গ্যাস সিলিন্ডার বোঝাই লরি তাঁকে ধাক্কা মারে। সাইকেল নিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন লাতাবর সেখ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। ঘাতক লরি নিয়ে পালিয়ে যায় চালক। মৃত লাতাবর শেখ সুতি থানার অন্তর্গত গাজীপুর ফুটানি মোড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গ্রামে গ্রামে ফেরির কাজ করতেন। মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
Samserganj News স্থানীয়রা এই দুর্ঘটনার জেরে কার্যত ক্ষোভে ফুঁসছেন। লরি চালকের বেপরোয়া মনোভাবই কি কেড়ে নিল অসহায় মানুষের প্রাণ? পথ দুর্ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি কি আরও কড়া হওয়া উচিৎ নয়! উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দারা চাইছেন দুর্ঘটনার হার কমাতে কড়া ব্যবস্থা নেওয়া হোক। নজরদারি চলুক। আরও সচেতন করা হোক পথচারি থেকে চালকদের।