Samserganj News জাতীয় সড়কে যাত্রী তোলার সময় মর্মান্তিক পরিণতি টোটো চালকের। ঘটনায় চাঞ্চল্য ছড়াল সামসেরগঞ্জের নতুন জালাদিপুর পিলকী মোড় এলাকায়। মৃত টোটো চালক সুতির বাসিন্দা।
কিভাবে ঘটল দুর্ঘটনা ?
Samserganj News জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে সুতির বাসিন্দা টোটো চালক দেরাজ শেখ যাত্রী তোলার জন্য সামসেরগঞ্জের নতুন জালাদিপুর পিলকী মোড় এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। হঠাতই পিছন থেকে একটি লরি টোটো চালককে পিষে দেয়। ঘটনাস্থলেই প্রাণ যায় টোটো চালক দেরাজ শেখের।
Samserganj News দুর্ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। দীর্ঘক্ষণ লরির চাকার তলে চাপা পরে থাকে দেরাজ শেখ। পরে Samserganj police station সামশেরগঞ্জ থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জেরে অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়ক।
কি বলছেন স্থানীয় বাসিন্দারা ?
Samserganj News স্থানীয় বাসিন্দা মহম্মদ সানাউল্লা জানান, এদিন সকালে টোটো চালক যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিলেন। তখনই পিছন থেকে লরি চলে আসে। টোটো চালককে পিষে দেয়। লরি চালক ঘুমিয়ে যাওয়াতেই দুর্ঘটনা বলে দাবি তাঁর।
















