Samserganj News সামসেরগঞ্জে শুভেন্দুর নির্দেশে শুরু মন্দির সংস্কার “শুদ্ধিকরণ” পুজো

Published By: Imagine Desk | Published On:

Samserganj News  বুধবার দীঘায় জগন্নথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee। একই দিনে মুর্শিদাবাদের  সামসেরগঞ্জে রাজ্যের বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারীর Suvendu Adhikari নির্দেশে শুরু ” মন্দির শুদ্ধিকরণ”   । ২৬শে এপ্রিল সামশেরগঞ্জ পরিদর্শনে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামসেরগঞ্জে অশান্তিতে ক্ষতিগ্রস্থ মন্দিরে সেদিনই শুদ্ধিকরণ ও পূণনির্মান হবে বলে দাবি করেছিলেন শুভেন্দু। সেই মতো বুধবার সকাল থেকে সামশেরগঞ্জের ৯টি মন্দিরে একই সাথে শুরু হয়েছে শুদ্ধিকরণ ও পুজাপাঠ।

Samserganj News এদিন দিঘড়ি পালপাড়া মনসা মন্দির, দিঘড়ি দাসপাড়া কালি মন্দির, বেতবোনা শিব মন্দির,  রায়গঞ্জ কালি মন্দির , লালপুর রক্ষা কালি মন্দির, নিমতলা কালি মন্দির,  দিঘড়ি সাহাপাড়া ভজোহরী সাহার মনসা মন্দির, ঘোষপাড়া দুর্গা মন্দির এবং  রতনপুর শীতলা মন্দিরে সকাল থেকেই শুরু হয়েছে বিশেষ পুজো। বিজেপি নেতার মিলন ঘোষের দাবি, শুভেন্দু অধিকারীর নির্দেশেই হচ্ছে এই পুজো।

পুজো ঘিরে রয়েছে নিরাপত্তা

Samserganj News বিজেপি নেতাদের দাবি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত কিছুই তদারকি করছেন  বিরোধী দলনেতা। এদিন বেতবোনাতে পুজোয় অংশ নেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র । সামসেরগঞ্জে মন্দিরে ছিল বিএসএফ ও পুলিশের কড়া নিরাপত্তা।