এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samserganj News ব্যবসায়ীর এই পরিণতিতে সংশয়ে পরিবার, ঘনাচ্ছে রহস্য

Published on: January 29, 2026
Samserganj News

Samserganj News  রাতের অন্ধকারে  এক হোটেল ব্যবসায়ীকে গুলি (Shoot out) করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে পরপর কয়েক রাউন্ড গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে ব্যবসায়ী ওই যুবককে। বুধবার রাতে  মুর্শিদাবাদেসামসেরগঞ্জের নতুন ডাকবাংলো সংলগ্ন নুর মহম্মদ কলেজ সংলগ্ন এলাকায়  ১২ নম্বর জাতীয় সড়কের পাশে ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পরে যায় এলাকায়। মৃত যুবকের নাম রাহুল বিশ্বাস (৩৪)। তাঁর বাড়ি সামসেরগঞ্জের তারবাগান এলাকায়।

Samserganj News  সামসেরগঞ্জে শুট আউট

Samserganj News স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  মাত্র তিন মাস হল নুর মহম্মদ  কলেজ সংলগ্ন এলাকায় হোটেল খুলেছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাতে হোটেলে বসে  হিসেবনিকেষ করছিলেন। সেই সময় কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রাহুলকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

জাতীয় সড়কের ধারেই হোটেল

 

Samserganj News আতঙ্কে চিৎকার করে ওঠেন ঘটনাস্থলে উপস্থিত লোকজন। গুলি চালিয়েই পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। তড়িঘড়ি রাহুলকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান হোটেলের লোকজন। ডাক্তাররা তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে রেফার করেন। তবে জঙ্গিপুর পর্যন্ত যাওয়া হয়নি। পথেই মৃত্যু হয় রাহুল বিশ্বাসের। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Samserganj News কী বলছে ব্যবসায়ীর পরিবার?

Samserganj News পরিবারের সদস্যদের দাবি বাইরে থেকে ভাড়াটে শুটার এনে খুন করা হয়েছে রাহুল বিশ্বাসকে। মৃতের কাকা ফিটু সেখ বলেন,  কিছুই বোঝা যাচ্ছে না। বাইরে থেকে লোক এনে শুটার দিয়ে মেরেছে। ব্যবসায়িক কোন শত্রুতা ছিল কিনা সেটাও বোঝা যাচ্ছে না। এলাকায় সুনাম ছিল রাহুলের। অসম্ভব একটি ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না।

ব্যবসায়ীর এই পরিণতিতে শোকের ছায়া এলাকায়

 

Samserganj News  ভয়ঙ্কর এই ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে। কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় সজনেরা।  কী কারণে খুন করা হল হোটেল ব্যবসায়ীকে!  কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ। দুষ্কৃতীদের সন্ধানে চলছে জোরদার তল্লাশি। ব্যবসায়িক কোন শত্রুতা? নাকি পারিবারিক কোন বিবাদ? নেপথ্যে কী? কেন অকালে ঝড়ে গেল তরতাজা প্রাণ? ক্রমশ ঘনাচ্ছে রহস্য। কারণ নিয়ে সংশয়ে পরিবার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now