Samserganj News স্নিফার ডগ দিয়ে চিরুনি তল্লাশি! কী ঘটল সামসেরগঞ্জে?

Published By: Imagine Desk | Published On:

Samserganj News ফের মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। এবার গ্রামে গ্রামে চিরুনি তল্লাশি। কীসের খোঁজে রাস্তায় নামল স্নিফার ডগ? ঝোপঝাড়ে মাটি খুঁড়ে খোঁজ চলছে কীসের? বাড়ছে কৌতূহল. ফের তাজা বোমা উদ্ধার হয়েছে বুধবার সকালে। এবার ঘটনাস্থল সামসেরগঞ্জের বাবুপুর এবং আলমসাহি। গোপন সূত্রে খবর পেয়ে বাবুপুর এলাকা এবং আলমসাহিতে আমবাগান থেকে তাজা বোমাগুলি উদ্ধার হয়েছে।বোমা উদ্ধারের পরই পুরো এলাকা ঘিরে দেওয়া হয়। প্রহরায় থাকে প্রচুর পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। আর কোথাও বোমা মজুত রয়েছে কি না তা খতিয়ে দেখতে এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে। স্নিফার ডগ দিয়ে অলিগলি, রাস্তাঘাটে চলে তল্লাশি। নিরাপদ স্থানে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করা হচ্ছে। লাগাতার তিন দিন ধরে পুলিশের ‘সার্চিং এন্ড কম্বিং অপারেশন’ চলছে সামসেরগঞ্জ জুড়ে।

Samserganj News এদিনই সাংবাদিক বৈঠক করেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ। তিনি জানান, তিন দিন ধরে অপারেশন চলছে। কিছু কিছু জায়গা থেকে প্রচুর বোমা উদ্ধার হয়েছে। আজকে বাবুপুর থেকে পাওয়া গেছে। তিন পাকুড়িয়া জিপিতে পাওয়া গেছে কালকে। এরকম বিভিন্ন জায়গায় অপারেশন চলছে। কে রেখেছে, কীভাবে ব্যবহার হচ্ছিল তার তদন্ত চলছে। আরও পাঁচ দিন ধরে এই অভিযান চলবে। ধারাবাহিকভাবে আগামী দিনেও চলবে।

Samserganj News জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ, ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের তত্বাবধানে সামসেরগঞ্জ পুলিশের নেতৃত্বে বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।