এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samserganj News রাস্তায় উঁচু বাম্পার ! সামশেরগঞ্জে ভয়ঙ্কর পরিণতি যুবকের

Published on: October 16, 2025

Samserganj News গ্রামের রাস্তায় উঁচু উঁচু বাম্পার। আর তাতেই ঘটল বিপদ। রাস্তার বাম্পার দেখতে না পেয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুৎ এর খুঁটিতে ধাক্কা লছিমন চালকের। প্রাণ গেল লছিমন চালক যুবকের। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সামশেরগঞ্জ থানার চকসাপুর এলাকায়।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা ?

 

Samserganj News জানা গিয়েছে এদিন সন্ধ্যায় নতুন জালাদিপুর গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন(৩৪) লছিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। পুঠিমারি পল্টন ব্রিজ হয়ে চাঁদপুরের দিক থেকে বাড়ির দিকে যাওয়ার সময় চকসাপুর এলাকায় দুর্ঘটনার কবলে পরে লছিমন। উঁচু বাম্পার পার করতে গিয়ে গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় এবং রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Samserganj News  মৃতের আত্মীয় আজবার শেখ জানিয়েছেন, গ্রামের রাস্তায় সম্প্রতি দেওয়া হয়েছে বড় বড় বাম্পার। সেই বাম্পার দেখতে না পাওয়ায় দুর্ঘটনা। সামশেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now