SAMSERGANJ NEWS বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল এক ব্যক্তির। সোমবার সকালে দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল সামসেরগঞ্জের রতনপুরে । মৃত রাজকুমার সিংহ সুতি থানার জগতাই এলাকার বাসিন্দা। জানা গিয়েছে রাজকুমার সিংহ নামে ঐ ব্যক্তি বাইকে বাড়ি থেকে বেড়িয়ে ধুলিয়ানে একটি বিড়ি কারখানায় কাজে যাচ্ছিলেন। পথে রতনপুর এলাকায় একটি বেপরোয়া ট্রাক্টরে ধাক্কা মারে বাইকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ বাইক চালকের।

SAMSERGANJ NEWS স্থানীয় বাসিন্দা মহম্মদ আমিনুল ইসলাম জানান, জনবহুল এলাকায় বেপরোয়া ট্রাক্টর চলায় এই দুর্ঘটনা। কিভাবে জনবহুল এলাকায় বেপরোয়া ভাবে ট্রাক্টর চলছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ট্রাক্টরের দৌরাত্ম বন্ধের দাবি জানান স্থানীয়রা।
SAMSERGANJ NEWS এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠান হয়।














