Samserganj News বেতবোনার ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলেন বিধায়ক

Published By: Imagine Desk | Published On:

Samserganj News সামসেরগঞ্জের বেতবোনা গ্রামের ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলেন বিধায়ক আমিরুল ইসলাম। শুক্রবার সকাল থেকে শুরু হয় ত্রাণ বিলি।  খাদ্য সামগ্রী, পোশাক সহ নানান সামগ্রী প্রদান করা হয় বিধায়কের পক্ষ থেকে। সম্প্রতি ওয়াকফ অশান্তির জেরে ধুলিয়ানের বেতবোনা গ্রাম ক্ষতিগ্রস্থ হয়। ধীরে ধীরে পরিস্থিতি বদলেছে। ছন্দে ফিরছেন ক্ষতিগ্রস্তরা। ত্রাণ বিলি প্রসঙ্গে বিধায়ক আমিরুল ইসলাম জানান, বেতবোনা গ্রামের মানুষের পাশে প্রথম থেকেই সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আবারও সাহায্য করা হল। ত্রাণ পেয়ে খুশি বেতবোনার বাসিন্দারা। এদিন ত্রাণ নিতে ভিড় করেন গ্রামের বহু মানুষ। চাল, ডাল, তেল, কাপড় সহ নানান প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয় বিধায়কের তরফ থেকে।