এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samserganj News নদী গর্ভে মন্দির, ঐতিহ্য ধরেই কালী পুজো হবে ভাঙন বিধ্বস্ত সামসেরগঞ্জে

Published on: October 18, 2025
Samserganj News 

Samserganj News   মুর্শিদাবাদেসামসেরগঞ্জে  নদী ভাঙন এক অভিশাপ। প্রতি বছরের মতো এবারেও বিঘার পর বিঘা জমি, তিলে তিলে গড়ে তোলা একের পর এক বাড়ি তাসের ঘরের মতো নদীতে হারিয়ে গেছে। আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়েই কোনরকমে দিন গুজরান স্থানীয়দের। দুর্গোৎসবের পর এখন আলোর উৎসবে মেতে উঠছে শহর থেকে গ্রাম, জেলা থেকে রাজ্য, দেশ। আলোর রোশনাইয়ে সেজে উঠছে রাস্তাঘাট। শক্তির আরাধনায় উৎসব উদযাপনের আনন্দ চতুর্দিকে। কিন্তু এই আনন্দ ম্লান হয়েছে মুর্শিদাবাদের ভাঙন কবলিত সামসেরগঞ্জে। ভয়াবহ গঙ্গা ভাঙনের চিহ্ন আজও টাটকা। নদী পারে থাকা ঘর বাড়ি, জমি, জায়গা ধীরে ধীরে গঙ্গাবক্ষে বিলীন। তলিয়ে গিয়েছে ঐতিহ্যবাহী প্রাচীন কালী মন্দিরও। মন ভালো নেই ভাঙন দুর্গতদের। এর মাঝেই নিয়েছেন এক সিদ্ধান্ত।

খাঁ খাঁ করছে মন্দির চত্বর, রয়েছে স্মৃতি

 

Samserganj News নদী গর্ভে মন্দির,  বেদীতেই কালী আরাধনা ভাঙন দুর্গতদের

Samserganj News মন্দিরের অস্তিত্ব আজ বিলীন। তবুও ঐতিহ্য ধরে রাখতে চাইছেন স্থানীয় বাসিন্দারা। ধ্বংসস্তুপ সরিয়ে থেকে যাওয়া বেদীতে বাঁশের প্যান্ডেল করেই কালী আরাধনার তোড়জোড় শুরু হয়েছে। উত্তর চাচন্ডের বাসিন্দারা নিজেদের উদ্যোগে কালী পুজোর পরম্পরা বাঁচিয়ে রাখতে মরিয়া।

আরও পড়ুন-

Samserganj News সামসেরগঞ্জে ফের জলে গেল জমি

 

এভাবেই ঐতিহ্য আঁকড়ে আছেন ভাঙন দুর্গতরা

 

Samserganj News ভারাক্রান্ত মনেই পুজোর প্রস্তুতি

Samserganj News মন্দির তলিয়ে গেলেও ঐতিহ্য বজায় রেখে কালী পুজো হবে উত্তর চাচন্ডে। প্যান্ডেল করে পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। সোমবার কালী পুজো। তার আগে শনিবার দেখা যায় স্থানীয়দের তৎপরতা। কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের সামর্থ মতো কালী পুজো করবেন উত্তর চাচন্ডের বাসিন্দারা।

আরও পড়ুন-

Samserganj Land Erosion: ফের ভাঙন, কালী মন্দির বাঁচাতে লক্ষ্মী পুজোর আগের রাত জাগলেন শাজাঊলরা

 

Samserganj News স্থানীয় এক বাসিন্দা জানান,  আগে দুর্গা পুজো হতো, কালী পুজো হতো। নদী পারেই ছিল ১০০ বছরের প্রাচীন কালী মন্দির। কিন্তু ভাঙনে সব শেষ। যতটুকু চিহ্ন আছে, সেখানেই কালী পুজো হবে। আগে ধুমধাম করে হলেও এবার কোনরকমে নিয়ম রক্ষাই হবে। মন ভালো নেই কারও। যেকোন সময়ে ঘর বাড়ি তলিয়ে যেতে পারে নদীতে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now