Samserganj News ফের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। আমবাগান থেকে উদ্ধার হল ৩০ টি তাজা বোমা। মঙ্গলবার দুপুরে সামসেরগঞ্জের জোতকাসি গাম্বারতলা আমবাগান থেকে তিন জার বোমা উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে বোমা উদ্ধার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়।
Samserganj News যদিও কে বা কারা আমবাগানের মধ্যে এত সংখ্যক বোমা রেখেছে তা এখনো স্পষ্ট নয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। এদিকে গ্রামের ভেতরে আম বাগান থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আতঙ্কিত গ্রামবাসীরা।