এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samserganj News ধুলিয়ানে প্লাকার্ড হাতে গ্রামবাসীরা, অভিযোগ শুনলেন রাজ্যপাল Governor

Published on: April 19, 2025
Samserganj News

Samserganj News শনিবার সকাল থেকেই অপেক্ষায় ছিলেন ধুলিয়ানের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। প্ল্যাকার্ড হাতে নিরাপত্তার দাবীতে প্রচুর সংখ্যক মহিলা, পুরুষ সামশেরগঞ্জ থানার পাশে জড়ো হয়েছিলেন রাস্তার দু ধারে।  অপেক্ষায় ছিলেন রাজ্যপাল এলে তাঁর সামনে তুলে ধরবেন নিজেদের অভাব, অভিযোগের কথা। শেষ অব্ধি সেই আশা পূরণ হয় ধুলিয়ানের ক্ষতিগ্রস্তদের।

Samserganj News এদিন সকালে সামসেরগঞ্জে এসে জাফরাবাদে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেখানে এলাকা ঘুরে রাজ্যপালের কনভয় সামসেরগঞ্জ থেকে বেড়িয়ে যেতেই বিক্ষোভ শুরু হয় ধুলিয়ানে। এরপরেই ধুলিয়ানে ফিরে আসে রাজ্যপালের কনভয়। বিশাল পুলিশি প্রহরার মধ্যেই রাস্তায় গাড়ির ভেতর থেকে বেড়িয়ে মাইক্রোফোন হাতে গ্রামবাসীদের উদ্দ্যেশ্যে বিশেষ বার্তা দেন রাজ্যপাল। বলেন, ‘ঘাবড়ানোর কিছু নেই, চিন্তা করবেন না, আপনাদের সাথে আছি। ভারত সরকার, সারা বাংলার মানুষ আপনাদের সাথে আছে। তদন্ত নিশ্চয়ই হবে। মানুষের সাথে কথা বলেছি। বিএসএফ এর স্থায়ী ক্যাম্পের দাবি আছে।’ এরপরেই গ্রামবাসীদের কয়েকজনের মুখ থেকে দাবি শোনেন রাজ্যপাল। গ্রামবাসীরাও নিজেদের কথা তুলে ধরেন।  রাজ্যপাল বলেন, ‘ পশ্চিমবঙ্গ পুলিশ, কেন্দ্রীয় পুলিশ যৌথভাবে কাজ করে। আপনাদের দাবি এটাই যে স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই!। NIA তদন্ত হোক। ‘

Samserganj News প্রায় ১০ মিনিট ধরে রাজ্যপালের সাথে কথা হয় গ্রামবাসীদের। নিরাপত্তা, সুরক্ষা ও ঘটনার তদন্তের আশ্বাস দেন রাজ্যপাল। এরপরেই ধুলিয়ান থেকে বেড়িয়ে যায় রাজ্যপালের কনভয়। রাজ্যপালের সাথে দেখা করে, নিজেদের দাবি জানিয়ে ভরসা পাচ্ছেন, জানান অনেকেই। আগামী দিনে দাবি মতো স্থায়ী বিএসএফ ক্যাম্প হয় কিনা! সেই দিকেই তাকিয়ে উপদ্রুত এলাকার বাসিন্দারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now