Samserganj News উৎসব মিটতেই ফের গঙ্গাপারে ধ্বস মুর্শিদাবাদের সামশেরগঞ্জে । শনিবার সকালে সামশেরগঞ্জের Samserganj উত্তর চাচন্ড গ্রামে গঙ্গা পারে ধ্বস নামে । প্রায় ৫০ মিটার এলাকা ধ্বসে যায়। স্থানীয়দের অনুমান, বৃষ্টির মাঝেই এই ধ্বস । ধ্বসের কারণে ফের নতুন করে ভাঙ্গনের আতঙ্কে ঘুম উড়েছে উত্তর চাচন্ডের বাসিন্দাদের। জানা গিয়েছে এদিন সকাল ৬টায় সময় গঙ্গা নদীর পারে ধ্বস নামতে দেখা যায়। প্রায় ৫০ মিটার এলাকা Ganges River ধ্বসে যায়। স্থানীয় বাসিন্দা খাইরুল আলম বলেন, প্রায় বিঘা খানিক জমি ধ্বসে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।