Samserganj News গঙ্গার জল ছাপাল পাড়, আতঙ্কে এলাকাবাসী

Published By: Imagine Desk | Published On:

Samserganj News ভাঙন তো আছেই এবার প্লাবনের আশঙ্কা। মুর্শিদাবাদে সামশেরগঞ্জে ভয়াল রূপ নিয়েছে গঙ্গা। গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় হু হু করে সেই জল ঢুকছে নিচু এলাকায়। জলমগ্ন উত্তর চাচন্ড এলাকা। গ্রামে গঙ্গার জল ঢোকায় আতঙ্কে নদী পারের বাসিন্দা। গত কয়েক দিন থেকেই সামশেরগঞ্জে বাড়তে থাকে গঙ্গার জলস্তর, এমনটাই দাবি স্থানীয়দের। বিপদ সীমা অতিক্রম করেছে গঙ্গার জলস্তর। এবার নদী পাড় ছাপিয়ে সেই জল ঢুকছে উত্তর চাচন্ড এলাকায়। রবিবার রাত থেকে এই জল ঢুকতে শুরু করেছে, সোমবার সকাল থেকেই গ্রামে জল বাড়তে থাকে। স্থানীয়রা বলছেন, গঙ্গার জলে রাস্তাঘাট জলমগ্ন। জলস্তর বাড়লে আরও বিপদ বাড়বে।

Samserganj News  চাচন্ড গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে গঙ্গার জল আটকাতে তীরবর্তী নিচু এলাকায় চলছে বালির বস্তা ফেলে সংস্কারের কাজ। চাচন্ড গ্রাম পঞ্চায়েতের সদস্য রেজাউল করিম জানান, গঙ্গার জল বেড়েছে। উপচে জল ঢুকছে গ্রামে। নিচু জায়গায় সাময়িক ভাবে বালির বস্তা ফেলে বাঁধ দিয়ে জল আটকানোর চেষ্টা চলছে।