Samserganj News ভরদুপুরে অগ্নিকান্ড। বিড়ির পাতার গোডাউনে বিধ্বংসী আগুন। ঘটনাকে ঘিরে বুধবার দুপুরে তীব্র চাঞ্চল্য ছড়াল সামসেরগঞ্জের রতনপুর স্টেশন মোড় এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর দেওয়া হয় দমকলে। দমকলের দুটি ইঞ্জিন আসে আগুন নেভাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সামসেরগঞ্জ থানার পুলিশ। কীভাবে বিড়ির পাতার গোডাউনে আগুন লাগল! তার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাত্র, দু বছর আগে এই গোডাউনটি তৈরি হয়েছে। সেখানেই মজুত থাকত বিড়ি তৈরির পাতা। আর সেখানেই আগুন লেগে ঘটে গেল বিপত্তি। পুড়ে ছাই হয়ে যায় গোডাউনে থাকা সামগ্রী। দোতলা বিল্ডিং এ আগুন নেভাতেও বেগ পেতে হয় দমকল কর্মীদের।
Samserganj News স্থানীয় এক বাসিন্দা মনিরুল ইসলাম জানান, কালো ধোঁয়া দেখে ছুটে আসেন তারা। খবর দেওয়া হয় থানা এবং দমকলে। তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন লাগার কারণ জানা যায়নি।
Samserganj News দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর আগুন আয়ত্তে আনেন দমকল কর্মীরা। বিধ্বংসী আগুনের জেরে গোডাউনের পাশে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কে এলাকার মানুষ। এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। যদিও পুড়ে ছাই হয়ে যায় গোডাউনে মজুত থাকা সামগ্রী। ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্ট নয়। গোডাউন কর্তৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।