Samserganj News সামশেরগঞ্জে ফের ভাঙন আতঙ্ক ! তুঙ্গে রাজনীতির পারদ

Published By: Imagine Desk | Published On:

Samserganj News জলস্তর বাড়তেই ভাঙনের আতঙ্ক ছড়িয়েছে সামশেরগঞ্জের লোহরপুরে। বুধবার বিকেলে সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের লোহরপুর গঙ্গা ঘাটে ধ্বস নামে। এতেই ভাঙনের আতঙ্ক ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনে যান বিডিও ও  বিধায়ক।  বিডিও সুজিত চন্দ্র লোধ জানান, সেচ দপ্তরের কাজ হয়েছে, তারপরেও জলের পরিমাণ অনেকটাই বেড়েছে। কিছুটা জায়গায় ধ্বস নেমেছে। সেচ দপ্তর কাজ করছে। দু একটা বাড়ি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। যত দ্রুত জায়গাটিকে মেরামত করে দেওয়া যায় সেই চেষ্টা চলছে।

Samserganj News যদিও বিধায়কের দাবি ধ্বংস নয় বৃষ্টির জল নামায় কিছুটা অংশের মাটি কেটে গিয়েছে।  বিধায়ক আমিরুল ইসলাম বলেন, মাটি নরম হওয়ার ফলে বস্তাটা স্লিপ করেছে। মেরামতের কাজ শুরু হয়েছে। ধুলিয়ান থেকে নিমতিতা পর্যন্ত গঙ্গা পাড়কে পর্যবেক্ষণে রাখা হবে।
যদিও এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। ভাঙন রোধের কাজ নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ভাঙনের জন্য যে মুর্শিদাবাদ- মালদার যে সমস্ত মানুষের সব কিছু হারিয়ে গেল তাদের সাথে চালাকি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Samserganj News গত কয়েক বছরে গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন সামশেরগঞ্জের কয়েকশো পরিবার। নতুন করে গঙ্গা পারে ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে লোহরপুরের বাসিন্দাদের।