Samserganj News মাত্র দুদিনের ব্যবধানে আবারও লক্ষ লক্ষ টাকার জালনোট উদ্ধার সামশেরগঞ্জে। এবার ৬ লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার তিনজন। এর মধ্যে রয়েছে এক মহিলাও। মঙ্গলবার রাতে সামসেরগঞ্জের তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে।
Samserganj News পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তারাপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযান চলে। সন্দেহজনক ভাবে ঘোরাফেরার সময় তিনজনকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় ৬ লক্ষ টাকার জালনোট। এই নোট গুলি সবই ৫০০ টাকার।

Samserganj News বুধবার সামশেরগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিত বড়ুয়া। তিনি জানান এই জালনোট গুলি মালদার বৈষ্ণবনগর থেকে আনা হচ্ছিল। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। ধৃত মারিয়াম বিবি, খাবির সেখ এবং বেলাল হোসেন মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা।
উলেখ্য গত শনিবারও সামশেরগঞ্জের ধুলিয়ান কলাবাগান ঘাট থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছিল প্রায় ২ লক্ষ টাকার জালনোট। বুধবার ধৃত তিনজনকে ৭ দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠায় পুলিশ।














