Samserganj News শনিবার সকালে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে গঙ্গার জলে ভাসমান প্রাণী দেখে আতঙ্ক ছড়াল। জলে ভাসছে কুমির! প্রাথমিক ভাবে এই অনুমান করে নদী পাড়ে দেখতেই ভিড় করেন এলাকার মানুষ। এদিন সকালে সামশেরগঞ্জের নতুন শিবপুর ঘাটে গঙ্গায় কুমিরের দেখা মিলেছে বলে দাবি করেন স্থানীয়রা। কুমিরের আতঙ্কে ঘুম উড়েছে মৎস্যজীবীদেরও। কুমিরের মতো দেখতে হলেও ওই প্রাণীটি ঘড়িয়াল বলেই মনে করছেন কেউ কেউ।
Samserganj News কুমির না ঘড়িয়াল তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। কিন্তু সন্দেহ থাকলেও আতঙ্কের পারদ চড়চড় করে উর্দ্ধমুখী হয়েছে। গঙ্গার জলে কুমির এল কী করে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে ফরাক্কার গঙ্গায় কুমিরের আনাগোনা নিয়ে শোরগোল পড়ে। এবার সামসেরগঞ্জ। কুমিরের খবর প্রকাশ্যে আসতেই শিকেয় উঠেছে গঙ্গাস্নান। ঘাটে নামতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় মৎস্যজীবীরাও গঙ্গায় নেমে মাছ ধরতে ভয় পাচ্ছেন।