এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samserganj News ধুলিয়ান কলাবাগান ঘাটে কিসের ছক ?

Published on: October 12, 2025
Samserganj News

Samserganj News ধুলিয়ান কলাবাগান ঘাটে কিসের ছক ? ভেস্তে দিল পুলিশ।  সামশেরগঞ্জের ধুলিয়ান Dhulian  কলাবাগান ঘাট থেকে প্রায় ২ লক্ষ টাকার জালনোট সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন এক মহিলাও। ধৃতরা মালদার বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার সামশেরগঞ্জে থানার সাংবাদিক বৈঠক করে ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন SDPO Farakka  জানান, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ধুলিয়ান কলাবাগান ঘাটে অভিযান চলে।

Samserganj News কী ছিল ধৃতদের কাছে ?

সেখানেই মালদার দিক থেকে আসা দুজনকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৩৯৯টি ৫০০ টাকার জাল নোট। গ্রেপ্তার করা হয় ফরিদা বিবি ও তৈমুর শেখকে। এই জালনোট মালদা থেকে নিয়ে আসা হয়েছিল হাতবদলের উদেশ্যে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। রবিবার ধৃতদের ৫ দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে পাঠান হয়।

Samserganj arrest

ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন জানান, এই জালনোট গুলো মালদা থেকে নিয়ে ঘাট পার হয়ে সামশেরগঞ্জের দিকে আসছিল ধৃতরা। এই জালনোট তাঁরা অন্য কাউকে হাত বদলের জন্য এসেছিল বলে প্রাথমিক অনুমান। এর আগেও একাধিক বার সামশেরগঞ্জে উদ্ধার হয়েছে জালনোট। এই চক্রের সাথে আর কারা যুক্ত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now