Samserganj News ভেজাল মশলা তৈরির কারবারে নেমে শেষরক্ষা হল না। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ডাকবাংলা এলাকায় পুলিশের অভিযানে ধরা পড়ল বড়সড় ভেজাল চক্র। হলুদ তৈরির কারখানার আড়ালে চলছিল ভেজাল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও বিভিন্ন মশলা তৈরির কাজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাতেই ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ওই কারখানায় হানা দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ। সেখানে বিপুল পরিমাণ ভেজাল মশলা উদ্ধার হয়। সঙ্গে গ্রেফতার করা হয়েছে কারখানার কর্মরত ৬ জনকে।
Samserganj News পুলিশের অভিযানে ধরা পড়ল বড়সড় ভেজাল চক্র
Samserganj News অভিযোগ, বিভিন্ন রাসায়নিক ও নিম্নমানের উপাদান মিশিয়ে বাজারে ছড়ানো হচ্ছিল ভেজাল মশলা। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরেই এই ব্যবসা চলছিল বলে আশঙ্কা। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কারখানার মালিকের খোঁজ শুরু হয়েছে। কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তারও তদন্ত চলছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এমন ভেজাল মশলার কারবার আরও কতদূর ছড়িয়েছে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
Nowda News অনলাইনে কিনে আসছে না প্রোডাক্ট! যাচ্ছে কোথায়? প্রকাশ্যে এবার এই কাণ্ড
Samserganj News ভেজাল ঘি, দুধের পর এবার মশলাও ভেজাল! সাধারন মানুষ খাবে কী? বুঝবেই বা কীভাবে কোনটা আসল, কোনটা নকল। দিন দিন বেড়ে চলা ভেজাল কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উঠছে।