এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samserganj News ভেজাল হলুদের রমরমা! কারখানায় অভিযানে আটক দুই

Published on: December 9, 2025

Samserganj News রমরমিয়ে চলছিল ভেজাল কারবার। সামশেরগঞ্জে একটি মিলে হানা দিয়ে হানা দিয়ে প্রচুর পরিমাণে ভেজাল হলুদ বাজেয়াপ্ত পুলিশের। আটক করা হয়েছে হলুদ মিলের দুই কর্মীকে।

কিভাবে চলছিল রমরমা ব্যবসা ? 

Samserganj News জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই সামশেরগঞ্জে খোলা বাজারে যে হলুদ বিক্রি হচ্ছিল তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছিল। গোপন সূত্রে খবর পেয়ে ভেজাল হলুদ তৈরির একটি কারখানায় অভিযান চালাল পুলিশ। সোমবার সন্ধ্যায় সামশেরগঞ্জের নতুন ডাকবাংলা সংলগ্ন এলাকায় হলুদ মিলে হানা দেয় সামশেরগঞ্জ থানার পুলিশ। ঐ মিল থেকেই রঙ মিশিয়ে বেজাল হলুদ তৈরি করা হত বলে অভিযোগ। বিপুল পরিমাণে ভেজাল হলুদ, রঙ মেশানোর উপকরণ, কিছু রাসায়নিক এবং হলুদ গুঁড়ো বাজেয়াপ্ত করে পুলিশ।

Samserganj News ঘটনার পর থেকেই পলাতক হলুদ মিল মালিক। পুলিশ এই ঘটনায় ঐ মিলের দুই কর্মীকে আটক করে। শিল করে দেওয়া হয় মিলটিকে। উলেখ্য গত সেপ্টেম্বর মাসেও সামসেরগঞ্জে হদিশ মিলেছিল ভেজাল হলুদ গুঁড়োর কারখানার। হলুদ তৈরির কারখানার আড়ালে চলছিল ভেজাল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও বিভিন্ন মশলা তৈরির কাজ। কয়েক মাসের মধ্যেই আবারও ভেজাল হলুদের হদিশ মিলল সেই সামশেরগঞ্জে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now