Samserganj News ভোর রাতে যা ঘটল জাতীয় সড়কে! সকাল হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর হাইস্কুল সংলগ্ন জাতীয় সড়কে পথদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লরি। কীভাবে ঘটল এই দুর্ঘটনা? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলন্ত গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় একটি লরি। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় অন্য লরিটি। ঘটনায় আহত হয়েছেন চালক এবং খালাসী। দুমড়ে মুচড়ে যায় লরির সামনের অংশ। মঙ্গলবার ভোর রাতের দিকে ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সামশেরগঞ্জ থানার পুলিশ। আহতদের উদ্ধার করে অনূপনগর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের নাম শাহরুখ সেখ এবং নাসিম শেখ। দুর্ঘটনাগ্রস্থ লরিটিকে রাস্তা থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। যদিও মঙ্গলবার সকাল থেকেই জাতীয় সড়কে স্বাভাবিক থাকে যান চলাচল।