Samserganj News: সামসেরগঞ্জে বিক্ষোভে সিপিএমের বিরুদ্ধে অভিযোগ বিধায়ক আমিরুলের

Published By: Madhyabanga News | Published On:

মাসুদ আলিঃ সামসেরগঞ্জে সেচদপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে Sabina Iyasmin ঘিরে বিক্ষোভের ঘটনায় সিপিআই(এম)’কে CPIM নিশানা করলেন সামসেরগঞ্জের বিধায়ক MLA Samserganj আমিরুল ইসলাম Amirul Islam । আমিরুল বলেন, ” বিশৃংখলা তৈরির চেষ্টা করেছেন সিপিআই(এম) কর্মীরা। মন্ত্রী মহিলাদের সাথে কথা বলছিলেন। সেখানে সিপিএমের নেতারা গুন্ডাদের নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। যখন ইঁট দিয়ে হামলা করে, আমাদের এক কর্মীর মাথা ফেটে যায়। তারপর হাতাহাতি হয়” । বিধায়ক দাবি করেন, ভাঙন ঘিরে রাজনৈতিক জমি দখলের চেষ্টা করছে। সিপিআই(এম)’এর দিকে হুঁশিয়ারিও ছুঁড়ে দিয়েছেন বিধায়ক। যদিও ঘটনার সাথে সিপআই(এম)’এর কোন সম্পর্ক নেই বলে দাবি করেছেন সিপিআই(এম) নেতা মহম্মদ আজাদ। আজাদ বলেন, মানুষ মন্ত্রীর সামনে ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন। এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষতিগ্রস্থ মানুষের ক্ষতিপূরণ, ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছে সিপিআই(এম)।

শনিবার সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে গ্রামবাসীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুরু হয় বচসা। ছোঁড়া হয় ইঁট । ইঁটের আঘাতে মাথা ফাটে নাসির শেখ নামে এক তৃণমূল সমর্থকের। তড়িঘড়ি মন্ত্রীকে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এদিনের পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা , জঙ্গিপুরের এসডিও শিঞ্জন শেখর সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।