মাসুদ আলিঃ গঙ্গা ভাঙন কবলিত এলাকায় পরিদর্শনে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। শনিবার সামসেরগঞ্জের প্রতাপগঞ্জ এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে গ্রামবাসীদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুরু হয় বচসা। ছোড়া হয় ইট। ইটের আঘাতে মাথা ফাটে নাসির শেখ নামে এক তৃণমূল সমর্থকের। তড়িঘড়ি মন্ত্রীকে নৌকা করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এদিনের পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক আমিরুল ইসলাম, বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা , জঙ্গিপুরের এসডিও শিঞ্জন শেখর সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
ভাঙন একাকা পরিদর্শন করেন প্রত্যেকেই, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সাথে। সাময়িক ভাবে নদী পারে বালির বস্তা ফেলে বাঁধ দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী । এদিন পরিদর্শনে ভাঙ্গন প্রতিরোধে প্রসঙ্গে মন্ত্রীর নিশানায় থাকে বিজেপি। যদিও বিক্ষোভের ঘটনায় সিপিআই(এম)’এর দিকে আঙুল তুলেছেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম।