Samserganj News: তেলেঙ্গানা থেকে ঘর ভুলে সামসেরগঞ্জ, ফিরলেন জনার্দন

Published By: Madhyabanga News | Published On:

মাসুদ আলিঃ ঘর ছেড়ে চলে এসেছিলেন বহু দূরে । ছিল ভাষার সমস্যা । তেলেঙ্গানার সেই অসহায় নিখোঁজ ব্যক্তিকে অবশেষে রওনা দিলেন বাড়ির পথে। বৃহস্পতিবার ডাকবাংলায় সামসেরগঞ্জ সাব ট্রাফিক গার্ড অফিসে ওই ব্যক্তিকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় । হারিয়ে যাওয়া পরিবারের সদস্যকে ফেরত পেয়ে খুশি তেলেঙ্গানার ওয়ারানগেল জেলার বাসিন্দারা । পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে তেলেঙ্গানা রাজ্যের ওয়ারানগেল জেলার জেসুগন্ডা থানা এলাকার বাসিন্দা জাননু জনার্দন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান । তারপরেই অকল্পনীয় ভাবে মুর্শিদাবাদের সামসেরগঞ্জে এসে পৌঁছন ওই ব্যক্তি।

কিন্তু পথহারা ওই ব্যক্তির ভাষা তেলেগু হওয়ায় কার্যত অসহায় হয়েই ঘোরাফেরা করছিলেন। ভাষাগত সমস্যায় তার দিকে তেমন নজর পড়েনি কারো। গত সোমবার নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ঘোরাফেরা করছিলেন ওই ব্যক্তি। এক টোটো চালকের নজরে আসায় তিনি ডাকবাংলায় অবস্থিত সামসেরগঞ্জ সাব ট্রাফিক গার্ড অফিসের ইনচার্জ মহম্মদ আজমাল আক্তারকে বিষয়টি জানান। তখনই তড়িঘড়ি ওই অফিসার ব্যক্তিটিকে অফিসে নিয়ে এসে নাম পরিচয় জানতে চান । কিন্তু কোনো ভাষাই বুঝতে পারছিলেন না পথহারা ওই ব্যক্তি । অবশেষে খাতা কলমের মাধ্যমে ইংরেজী ভাষায় তার কাছ থেকে কোনরকমে নাম ঠিকানা উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে সরাসরি তেলেঙ্গানা রাজ্যের ওয়ারানগেল জেলার কন্ট্রোল রুমে যোগাযোগ করা হয়। কন্ট্রোল রুম ও হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি মানবাধিকার সংগঠনের প্রচেষ্টায় তার বাড়ির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তারপরেই পর্যাপ্ত নথি নিয়ে বুধবার রাতেই সামসেরগঞ্জে পৌঁছন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালেই ওই ব্যক্তিকে নিয়ে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা।