নিজস্ব সংবাদদাতা, সামসেরগঞ্জঃ রবিবার থেকে নিখোঁজ শিশুর খোঁজে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চলল সামশেরগঞ্জে। বুধবার সকাল থেকে কাঁকুরিয়া মোড় সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। জানা গিয়েছে, গত রবিবার দুপুরে সামশেরগঞ্জ থানার মহেশটোলা গ্রামের বাসিন্দা বছর তিনেকের এক শিশু বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরিবারের অভিযোগ, তাঁদের শিশুকে অপহরণ করা হয়েছে। সামোশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিখোঁজ শিশুর পরিবার। তারপরেই বুধবার সকাল থেকে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। শিশুর খোঁজে তৎপর সামসেরগঞ্জ থানার পুলিশ। নিখোঁজ ওই শিশুর বাবা রাজু সাহা বলেন, পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করছে তাঁদের শিশুকে ফিরিয়ে আনার জন্য। ঘরের ছেলে ঘরে ফিরে আসলেই স্বস্তি আসবে তাঁদের পরিবারে।
নিখোঁজ শিশু! পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চলল সামশেরগঞ্জে
Published By: Madhyabanga News |
Published On:
