এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samserganj incident প্রতিবেশীর সাথে বচসায় এ কী কাণ্ড ঘটল সামসেরগঞ্জে!

Published on: December 4, 2024

Samserganj incident সামান্য ফুল তোলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসার জেরে ঘটে গেল ভয়ঙ্কর কাণ্ড। বচসা থেকে যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। সামশেরগঞ্জের জালাদিপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার বিকেলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জালাদিপুরের বাসিন্দা সুজয় দাস বাড়ি থেকে কাজে যাচ্ছিলেন, অভিযোগ সেই সময় প্রতিবেশী শিক্ষক পরিবার তার উপর হামলা চালায়। বাঁশ ও কোদালের বাট দিয়ে মারধোর করা হয়। গুরুতর আহত অবস্থায় সুজয় দাসকে সুতির মহিশাইল ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। ঘটনায় শোকের ছায়া নেমে আসে মৃতের পরিবারে। মৃতের মা সুলেখা দাস অভিযোগ করেন, ‘ তাঁর সাথে প্রতিবেশী পরিবারের কথাকাটাটি হয়। যার প্রতিশোধ নিতেই পরিকল্পনা করেই মেরে ফেলা হয়েছে ছেলেকে।” সামশেরগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় অপূর্ব দাস নামে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার সাথে আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now