Samserganj incident চা করতে গিয়ে ঘটে গেল বিপদ! বিধ্বংসী আগুনে পুড়ল বাড়ি সামসেরগঞ্জে

Published By: Imagine Desk | Published On:

Samserganj incident সকাল সকাল ঘটে গেল ভয়ঙ্কর অগ্নিকান্ড। চা করতে গিয়ে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে বিপত্তি। আহত হয়েছেন মহিলা, শিশু সহ চারজন সদস্য। সামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুরে অগ্নিকান্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় শুক্রবার সকালে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি ঘর, বাড়ির সর্বস্ব। কোনরকমে পালিয়ে প্রাণে বাঁচেন পরিবারের সদস্যরা। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন দেখে নেভাতে এগিয়ে আসেন প্রতিবেশীরা। আসেন স্থানীয় জনপ্রতিনিধি।
স্থানীয়রা বালি, জল দিয়ে আগুন নেভাতে তৎপর হন। তাতেও বেগ পেতে হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকলের ইঞ্জিন। ঘণ্টা খানেকের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সামসেরগঞ্জের অনুপনগর হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় আতঙ্কিত ক্ষতিগ্রস্ত পরিবার। পুড়ে খাক সর্বস্ব। মাথায় হাত পরিবারের।