Samserganj Incident ভর সন্ধ্যায় ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে বেসরকারি স্কুলের এক শিক্ষক! ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় সামশেরগঞ্জের রতনপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়েছিলেন সফিউল আলম। অভিযোগ, বাড়ির কিছুটা দূরেই অতর্কিতে তাঁর উপর দুষ্কৃতিরা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Samserganj Incident কেন দুষ্কৃতি হামলা? কী বলছে পরিবার?
Samserganj Incident এলাকার কেউ কী পূর্ব পরিকল্পিত রাগবশত এই কাণ্ড ঘটাতে পারে? আহতের স্ত্রী মহিদা বিবি অবশ্য বলেন, ” সন্ধ্যায় বাড়ি থেকে বেরোতেই হামলা চালানো হয় তাঁর স্বামীর উপর। কেন এই ঘটনা ঘটানো হল যা নিয়ে সন্দেহ রয়েছে, নাম প্রকাশ না করলেও সন্দেহের তালিকায় রয়েছে একজন”। সামসেরগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় এলাকারই এক বাসিন্দা আহাদ সেখকে গ্রেপ্তার করেছে। পুরনো শত্রুতার জেরে হামলা বলে প্রাথমিক অনুমান পুলিশের।