Samserganj Heroin case মাদক পাচারের ছক বানচাল! সামসেরগঞ্জে ধৃত মালদার তিন যুবক

Published By: Imagine Desk | Published On:

Samserganj Heroin case ঝাড়খণ্ড থেকে মালদা যাওয়ার ছক বানচাল! মাঝপথেই পুলিশের জালে ধরা পড়ল তিন যুবক। মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ডাকবাংলো এলাকায় রাজ্য পুলিশের এসটিএফ- এর হাতে গ্রেপ্তার হলেন ৩ যুবক। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১.৫ কেজ হেরোইন। পুলিশ ও এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে অভিযান চলাকালীন ডাকবাংলা এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে আটক করা হয় তিনজনকে। তল্লাশি চালাতেই উদ্ধার হয় দেড় কেজি উন্নতমানের হেরোইন। ধৃত যুবকদের নাম ধৃত রুবেল শেখ, ইব্রাহিম শেখ এবং আব্দুল মজিত। তিনজনেই মালদার কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা। মঙ্গলবার ধৃত তিনজনকে জঙ্গিপুর আদালতে পাঠায় সামসেরগঞ্জ থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এই তিন যুবক মালদা জেলায় হেরোইনের কারবার শুরু করেছিল। পুলিশি নজরদারিতে হেরোইন তৈরি সম্ভব না হওয়ায় ঝাড়খন্ড থেকে হেরোইন নিয়ে মালদায় বিক্রি শুরু করেছিল। আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে তদন্তকারীদের অনুমান। ধৃত যুবকদের জিজ্ঞাসাবাদ করে হেরোইন পাচার চক্রের সাথে কারা জড়িত, তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।