Samserganj Ganga erosion গঙ্গার জলে চারটি বাড়ি! সামশেরগঞ্জের ধানঘরায় ফের শুরু ভয়াবহ গঙ্গা ভাঙন

Published By: Imagine Desk | Published On:

Samserganj Ganga erosion দানা’ র প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া মুর্শিদাবাদে। ঝোড়ো হাওয়া সাথে মাঝারি থেকে ভারি বৃষ্টি। প্রতিকূল পরিস্থিতিতে সামশেরগঞ্জে নতুন করে শুরু হয়েছে গঙ্গা ভাঙন। গ্রামবাসীদের আশঙ্কাই হল সত্যি! শুক্রবার গভীর রাত থেকে ধানঘরায় শুরু হয় ভয়াবহ ভাঙন। চোখের নিমেষে গঙ্গা বক্ষে তলিয়ে যায় লিচু বাগান, জমি, জায়গা, বসত ভিটে। ভয়াল গঙ্গায় তলিয়ে গিয়েছে চারটি বাড়ি। ভাঙনের বিধ্বংসী পরিণতি এর আগেও দেখেছে ধানঘরা। বছরের পর বছর আসে, কিন্তু ভাঙনের ছবিটার বদল হয় না।

Samserganj Ganga erosion  ২০২০ সাল থেকে গঙ্গা ভাঙন এই এলাকার বাসিন্দাদের কাছে অভিশাপ। ভাঙনে সর্বহারা আইনাল সেখ বলেন, ‘দিনরাত জেগে পাহারা দিচ্ছেন। ঘুম নেই দু চোখে। একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে। আমরা অসহায়ের মতো দেখছি’।

Samserganj Ganga erosion  বালির বস্তা দিয়ে সাময়িক ভাঙন রোধের কাজ হলেও সমস্যা মেটেনি। স্থানীয়রা চান কংক্রিটের বাঁধ। যে কোন সময় গঙ্গায় তলিয়ে যেতে পাড়ে বসত ভিটে। তাই আগে থেকেই অনেকেই ঘর বাড়ি থেকে জিনিসপত্র সরিয়ে বাড়ি খালি করে দিচ্ছেন। আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে দিন কাটাচ্ছেন ধানঘরার নদী পারের বাসিন্দারা।