Samserganj Erosion মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ফের ভাঙন। গঙ্গা গর্ভে নদীপাড়ের বাড়ির একাংশ। ফাটল নদী পাড়ের পাঁচ থেকে সাতটি বাড়িতে। আস্ত বাড়ি-মন্দির ভেসে যাওয়ার আশঙ্কা। আতঙ্কে ঘর ছাড়ছেন নদী পাড়ের বাসিন্দারা। ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে নদী লাগোয়া রাস্তার একাংশ। বুধবার সকালে গঙ্গা ভাঙ্গন শুরু হয় সামসেরগঞ্জের উত্তর চাচন্ড এলাকায়। গঙ্গায় তলিয়ে যায় একটি বাড়ির একাংশ ও বাঁধের পাশে রাস্তার বেশ কিছুটা অংশ। বিপজ্জনকভাবে নদী পাড়ে ঝুলছে বেশ কয়েকটি বাড়ি।
Samserganj Erosion আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা
Samserganj Erosion ভাঙন আতঙ্কে ঘর বাড়ি ভেঙে জিনিসপত্র নিয়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছে অসংখ্য পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৯.৩০ থেকে উত্তর চাচন্ড এলাকায় গঙ্গা ভাঙ্গন শুরু হয়। গঙ্গায় তলিয়ে যায় জয়দেব সরকার নামে এক ব্যক্তির বাড়ির একাংশ। ফাটল দেখা যায় আশেপাশের বেশ কিছু বাড়িতেও।

Samserganj Erosion উৎসবের আগে বিষাদের সুর
Samserganj Erosion কিছুদিন আগেও গঙ্গার জলস্তর কমছিল। গত কয়েক দিন ধরে হঠাৎ আবারও জলস্তর বাড়তে থাকে। এর মাঝেই গঙ্গা ভাঙ্গন ও নদীপাড়ে রাস্তা এবং বেশ কিছু বাড়িতে নতুন করে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে সামশেরগঞ্জের উত্তর চাচন্ড এলাকার বাসিন্দারা।

Samserganj Erosion সামনেই দুর্গাপুজো। উৎসবের মরশুমের আগেই যেন বিষাদের সুর এলাকা জুড়ে। নতুন করে গঙ্গা ভাঙ্গনে ভিটে মাটি হারিয়ে সামশেরগঞ্জ জুড়ে হাহাকার। দিশেহারা শয়ে শয়ে পরিবার।