Samserganj Erosion রবিবার রাতে ভাঙনের ভয়ঙ্কর শব্দে ঘুম ভাঙল সামসেরগঞ্জের Samserganj উত্তর চাচন্ড গ্রামের মানুষের। রাতেই চোখের সামনে নদীতে তলিয়ে গিয়েছে ৩ টে বাড়ি। সারারাত দুচোখের পাতা এক করতে পারেন নি গ্রামের মানুষ। দুচোখে শুন্যতা নিয়ে চেয়ে থেকেছেন ভয়াল গঙ্গা নদীর দিকে।
Samserganj Erosion তখন রাত এগারোটা। সবে আলো নিভে এসেছে গ্রামে। ঘুমিয়ে পড়েছেন অনেকে। সেই সময়ই শুরু হয় ভাঙন।ভাঙ্গনের গর্ভে তলিয়ে যায় তিনটি বাড়ি, শৌচালয়, বহু গাছপালা, অনেকটা ফাঁকা জমি। আতঙ্কে ঘুম ছুটেছে প্রায় দুশো পরিবারের। বাড়ি ঘরের আসবাবপত্র রাতেই টানাটানির কাজ শুরু করেন গ্রামের মানুষ । গভীর রাত পর্যন্ত চলে ভয়ানক গঙ্গা ভাঙন । ভাঙনের গর্ভে একের পর এক বাড়িঘর তলিয়ে যেতে কার্যত কান্নায় ভেঙে পড়েন বাড়ি মালিকরা। এলাকাজুড়েও কার্যত হাহাকারের রোল পড়ে যায়। বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে কার্যত অসহায় হয়ে পড়েন পরিবারের সদস্যরা। কোথায় যাবেন, কী করবেন কিছুই যেন বুঝে উঠতে পারছেন না ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের প্রশ্ন, এভাবে একের পর এক গঙ্গা ভাঙন হয়ে গেলেও কবে মিলবে তার সুরাহা ? কবে বন্ধ হবে গঙ্গা ভাঙ্গন ?
Samserganj Erosion ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। আজ ভাঙন পরিদর্শনে যাওয়ার কথা বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর Adhir Ranjan Chowdhury । আগেই ভাঙন নিয়ে কেন্দ্রকে দুষেছেন সামসেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম Amirul Islam ।
সামসেরগঞ্জ থেকে মাসুদ আলির রিপোর্ট।