Samserganj Cup Cricket 2024 শুরু হল সামসেরগঞ্জ কাপ! দর্শকদের ভিড়ে ঠাসা মাঠে টক্কর মালদা vs দেওঘর

Published By: Imagine Desk | Published On:

Samserganj Cup Cricket 2024 ক্রিকেট নিয়ে উন্মাদনার শেষ নেই। নবাবি জেলা মুর্শিদাবাদের মাটিতেই খেলছে ভিন রাজ্যের দল। শনিবার থেকে শুরু হল সামসেরগঞ্জ কাপ টি- ২০ ক্রিকেট টুর্নামেন্ট। অষ্টম বর্ষে পা দিল এই টুর্নামেন্ট। শনিবার পুঠিমারি ফিডার ক্যানেল ময়দানে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হল মালদা ক্রিকেট দল ও ঝাড়খণ্ডের দেওঘর ক্রিকেট টিম। ক্রিকেট পিচে অন্য মেজাজে আয়োজক জন প্রতিনিধিরা। গ্যালারীতে বসে শয়ে শয়ে ক্রিকেট প্রেমী। এদিন ফারাক্কার SDPO আমিনুল ইসলাম খান, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা টুর্নামেন্টের সূচনা করলেন। এই টুর্নামেন্টে ঝাড়খণ্ডের একাধিক দল, মালদা, বহরমপুর ও পঞ্জাবের লুধিয়ানার একটি দল -বিভিন্ন রাজ্যের ৮টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার ফাইনাল হবে আগামী ৫ ই জানুয়ারি। প্রতিযোগিতার প্রধান উপদেষ্টা সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম।

Samserganj Cup Cricket 2024 টুর্নামেন্ট নিয়ে কী জানান সামসেরগঞ্জের বিধায়ক?

তিনি বলেন, ” ক্রিকেট প্রেমীরা আসুন, খেলা উপভোগ করুন। খেলার মাঠ থেকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লড়াই লড়ছেন। বাংলার মানুষের জন্য উন্নয়ন করছেন। সকলের সহযোগিতায় আমরা সামসেরগঞ্জ কাপ কে এগিয়ে নিয়ে যাচ্ছি।

Samserganj Cup Cricket 2024 এদিন খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোধ, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সামসেরগঞ্জের BMOH ডাঃ তারিফ হোসেন, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামূল ইসলাম সহ বিশিষ্টজনেরা।  সামসেরগঞ্জ ব্লকের বিডিও জানান, ” আমরা চেষ্টা করব প্রতি বছরের ন্যায় এবছরও  সাফল্য পাব”।

Samserganj Cup Cricket 2024 উদ্বোধনী ম্যাচে জিতল কোন দল?

Samserganj Cup Cricket 2024  ক্রিকেট টুর্নামেন্ট দেখতে প্রথম দিনই মাঠে ভিড় জমান বহু ক্রিকেট প্রেমী দর্শক। এদিন হাড্ডাহাড্ডি টক্কর হয় মালদা ও দেওঘরের। ৬৯ রানে মালদাকে পরাজিত করে জয়লাভ করে দেওঘর।

খেলা দেখতে দর্শকদের ভিড়

এই টুর্নামেন্টের Tournament ফাইনাল Final হবে ৫ ই জানুয়ারি 5th January। রবিবার খেলা হবে- বহরমপুর ও বীরভূমের কাটিহারের মধ্যে। বিজয়ী ও বিজিত দলকে লক্ষাধিক টাকা পুরষ্কার ও ট্রফি দেওয়া হবে। ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে কয়েক মাস থেকেই চলছিল প্রস্তুতি। এই টুর্নামেন্ট সফল করতে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নদী ভাঙনের গ্রাসে থাকা সামসেরগঞ্জের মানুষের কাছে বড় পাওনা এই টুর্নামেন্ট। বিনোদন তো বটেই গ্রামীণ এলাকার প্রতিভাবান ক্রিকেটারদের উৎসাহ যোগায় ক্রিকেট প্রতিযোগিতা,  নিয়ে আসে সম্প্রীতির বার্তাও।