নিজস্ব প্রতিনিধি, রানীনগরঃ রানীনগরে বাড়িতে ঢুকে দুই ভাই বোনকে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে । ঘটনা ঘিরে শুরু কংগ্রেস ও তৃণমূলের মধ্যে তরজাও। গুরুতর আহত অবস্থায় দুজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই ঘটনায় ৯ জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত পরিবারের পক্ষ থেকে। অভিযোগ, মঙ্গলবার রামনগর নতুনপাড়া গ্রামের রবিউল সেখের বাড়িতে হামলা চালায় প্রতিবেশী বেশ কয়েকজন। জমি বিবাদকে ঘিরে এই হামলা বলে দাবি পরিবারের। রবিউল সেখ ও তার বোন লীলা খাতুনের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে । ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হয় দুজনেই। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। যদিও এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের অভিযোগ, আক্রান্তরা তাঁদের সমর্থক। তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালিয়েছে।
যদিও কংগ্রেসের অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় ৯ জনের বিরুদ্ধে রানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কী কারণে হামলা তা খতিয়ে দেখছে পুলিশ।
রানীনগরে জমি বিবাদ ঘিরে ভাই, বোনকে কোপ ! তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কংগ্রেসের
Published on: November 7, 2023










