Samserganj Case সামসেরগঞ্জে সোনার দোকান ফাঁকা ! মাথায় হাত দোকান মালিকদের। রাতের অন্ধকারে দুটি দোকানে হয়ে গেল চুরি। দোকান মালিকদের অনুমান, সোমবার গভীর রাতে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার Samserganj PS বাসুদেবপুর বাজারে পরপর দুটি সোনার দোকানে চুরি হয়েছে। ভোরে চুরির খবর জানতে পারেন দোকান মালিকরা। সকালে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ Samserganj News সামসেরগঞ্জে হলুদে যা মিশছিল ! চোখ উঠল কপালে
Samserganj Case কী জানাচ্ছেন দোকান মালিকরা ?
জয় মা জুয়েলার্স-এর মালিক সরোজ কুমার দাস জানান, পাঁচটা তালা দেওয়া ছিল। শাটার কাঁটা হয়েছে। পাঁচটা তালা ভাঙা হয়েছে। লকারও ভাঙা হয়েছে। সব নিয়ে চলে গিয়েছে। কাল দোকান বন্ধ থাকলেও রাত সাড়ে নটার দিকে দোকান দেখে গিয়েছেন তিনি।
Samserganj Case কতোটা সোনা হল চুরি ?
তাঁর দাবি, দোকান থেকে প্রায় দুই ভরি সোনা ও বেশকিছু রুপো চুরি হয়েছে। সাহা জুয়েলার্স-এর মালিক অনুপ কুমার সাহার অভিযোগ, তাঁর দোকান থেকেও কিছু সোনার অলঙ্কার চুরি হয়েছে। ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।









