Samserganj Case মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান পৌরসভার অন্তর্গত জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারি দল Special Task Force ( STF) । ধৃতদের নাম আজফারুল সেখ ওরফে বিল্লি এবং মনিরুল সেখ ওরফে মনি। দুজনেই সামসেরগঞ্জের রতনপুরের সুলিতলার বাসিন্দা। রবিবার ঝাড়খণ্ডের জামশেদপুরের কাছে সরাইকেলা খারসাওয়ানে গোপন আস্তানা থেকে এসটিএফ এর হাতে পাকড়াও আজফারুল। জোড়া খুনের ঘটনায় আজফারুল সেখ ধারালো অস্ত্র দিয়ে শারীরিক আক্রমণে জড়িত ছিল বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ১২ ই এপ্রিল বেতবোনা গ্রামেও সে জনতার নেতৃত্ব দিচ্ছিল বলেই অভিযোগ। সোমবার সকালে রামপুরহাট থেকে এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয় মনিরুল সেখ। ধৃতের বিরুদ্ধে জাফরাবাদ কাণ্ডে জনতাকে নেতৃত্ব দেওয়া এবং আশেপাশের এলাকায় অগ্নিসংযোগ ও লুটপাট চালানোর অভিযোগ রয়েছে।
Samserganj Case মুর্শিদাবাদে অশান্তির আবহে গত ১২ ই এপ্রিল জাফরাবাদে খুন হন বাবা-ছেলে। অভিযোগ, হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে খুন করে একদল। খুনের ঘটনার তদন্তে সিট গঠন করে রাজ্য। খুনের মামলায় প্রথম গ্রেফতার হন কালু নাদাব এবং দিলদার নাদাব নামে দুই ভাই। পরে আরও এক জনকে গ্রেপ্তার করা হয়। তার পরে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে খুনের ঘটনায় ‘অন্যতম মূল চক্রী’ জিয়াউল শেখকে পাকড়াও করা হয়। তারপর হাওড়ার ডোমজুড় থেকে সিটের জালে ধরা পড়ে আরও এক অভিযুক্ত ফেকারুল সেখ। আর এবার গ্রেপ্তার আরও দুই। এই মামলায় এখনও অব্ধি মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো সাতজন।