Samserganj Case সামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ১৩ জন। আজ জঙ্গিপুর মহকুমা আদালতে ( Jangipur Sub division Court ) পেশ করা হয় ধৃত ১৩ জনকে। ১৩ জনকেই দোষী সাব্যস্ত করল আদালত। মঙ্গলবার হবে সাজা ঘোষণা। এপ্রিল মাসের ১২ তারিখ ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার জাফরাবাদে ১২ই এপ্রিল বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে খুন করা হয়েছিল বাবা-ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে।
Samserganj Case কাল সাজা ঘোষণা
ঘটনার তদন্তে সিট গঠন করে পুলিশ। শুরু হয় বিচার প্রক্রিয়া। জুন মাসের ৬ তারিখ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেয় সামসেরগঞ্জ থানার পুলিশ। ১৬ ডিসেম্বর শেষ হয় সওয়াল জবাব।
দিলদার নাদাব সহ ১৩ জনের নামে আগেই চার্জশিট জমা করেছিল পুলিশ। সকলকেই দোষী সাব্যস্ত করেছে আদলত। মঙ্গলবার হবে সাজা ঘোষণা।
আরও পড়ুনঃ ৫৬ দিনের মাথায় চার্জশিট, কী চায় জাফরাবাদের দাস পরিবার?













