Samserganj Bridge অদ্বৈতনগরে সেতুর শিলান্যাস
Samserganj Bridge অবশেষে সামশেরগঞ্জের (Samserganj) অদ্বৈতনগরে মাসনা নদীর উপর তৈরি হচ্ছে ব্রিজ (Bridge)। ব্রিজ না থাকায় সমস্যায় পড়ছিলেন ঝাড়খন্ড লাগোয়া অদ্বৈতনগরের মানুষ। ব্রিজ হলে সহজে যেতে পারবেন ঝাড়খণ্ডের পাকুড়। ভাসাইপাইকড় পঞ্চায়েত, হাসপাতালে যেতে হলেও বর্ষায় অনেকটা ঘুরতে হতো। ব্রিজ হলে মিটবে সমস্যা। রবিবার ব্রিজের শিলান্যাস করে এমটাই দাবি করলেন সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এই প্রকল্পের খরচ হবে ২ কোটি ৪৫ লক্ষ টাকা। ব্রিজের শিলান্যাস হওয়ায় আপাতত স্বস্তির নিশ্বাস অদ্বৈতনগরের বাসিন্দাদের। চাইছেন, দ্রুত ব্রিজের কাজ শেষ হোক।

আরও পড়ুনঃ Migrant Worker দেখা হল না সন্তানের মুখ, বেঙ্গালুরুতে পরিযায়ীর জীবন শেষ
Samserganj Bridge স্থানীয় বিধায়ক সেতুর শিলান্যাস করে বিধায়ক জানান, এতে অন্তত ৫০ হাজার মানুষ উপকৃত হবেন। বহু মানুষ যাতায়াত করেন এখানে। এটা ঝাড়খণ্ড লাগোয়া এলাকা। এখান থেকে খুব সহজে পাকুড় যেতে পারবেন। অনেক দূর ঘুরে আসতে হতো। বর্ষাকালে অন্তত ২০ কিমি ঘুরে আসতে হত অদ্বৈতনগরের বাসিন্দাদের। ভাসাইপাইকড় পঞ্চায়েত এখান থেকে কয়েক কিলোমিটার দূরে। বর্ষাকালে এই ব্রিজ না থাকার জন্যে অন্তত ২০ কিমি ঘুরে আসতে হত। অসুস্থ মানুষ যেতে পারতেন না। পাকুড় দিয়ে ঘুরে যেতে হত। গর্ভবতী মহিলাকে বাড়িতে সন্তান প্রসবের ব্যবস্থা করতে হত। প্রসব বেদনা হলে গাড়িকে খবর দিলে গাড়ি ৩০ কিমি, ৪০ কিমি দূর দিয়ে ঘুরে আসত। বিচ্ছিন্ন জায়গা বলে ‘হোম ডেলিভারি’ করতে হতো। আশা করব, এই ব্রিজের ফলে বহু মানুষ উপকৃত হবেন।












