Samserganj BLO বিএলও-র বিরুদ্ধে অভিযোগ TMC-র, পুলিসেও অভিযোগ
Samserganj BLO বিএলও-রা এসআইআর নিয়ে হাঁসফাঁস করছিলেন। এস আই আর কাজের চাপে অনেকে অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ। এমনকি নোট লিখে মৃত্যুর ঘটনার অভিযোগ উঠেছে। এবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর নাম বাদ দেওয়ার অভিযোগ খোদ বিএলও-র বিরুদ্ধে। তা নিয়ে জানতে গেলে বাড়িতে মারধর করেন বিএলও। এমনই অভিযোগ। মুর্শিদাবাদের (Murshidabad) সামসেরগঞ্জ (Samserganj) বিধানসভার জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়য় বুথের বিএলও সুব্রত দাসের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। এই নিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন বলে দাবি করেছে আক্রান্তদের পরিবার। তবে বি এল ওর অভিযোগ হামলা করেছে তাঁরাই।

আরও পড়ুনঃ SIR Murshidabad: নোটিস ১ লক্ষ ২১ হাজারকে, বাদ পূর্ত কর্মাধ্যক্ষের নাম
Samserganj BLO সামসেরগঞ্জে বিএলওর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের দাবি, ন্যায্য ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছেন বিএলও।
মুর্শিদাবাদের সামসেরগঞ্জ বিধানসভার জয়কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়য় বুথের বিএলও সুব্রত দাসের বিরুদ্ধে তৃণমূলের বিএলএ-২, প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য গোকুল কুমার দাসের অভিযোগ। তাঁর অভিযোগ, এই বুথেই বেশ কিছু ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে এসআইআর-এর খসড়া তালিকা থেকে। দেখানো হয়েছে, স্থায়ীভাবে স্থানান্তরিত।
Samserganj BLO গোকুল কুমার দাসের আরও অভিযোগ, আমি ব্লক সভাপতিকে জানিয়েছি এইরকম বিষয়। প্রতিটা ভোটার ওঁর বাড়ি থেকে ঘুরে এসেছেন। আমাদের বুথের প্রকৃত ভোটারের নাম আমাদের না বলেই কেটে দিয়েছেন। মৃত ও হস্তান্তর নিয়ে ৮৩ জন বাদ পড়েছেন। তার মধ্যে প্রকৃত ভোটার বাদ পড়ছে ১৯ জন। এখানেই ভোট আছে, অন্য কোথাও ভোট নেই। তাঁদেরকে বাদ করে দেওয়া হয়েছে। ফর্ম জমা দিয়েছেন। তাঁরা জমা পড়ার গৃহীত কপিও নিয়েছেন। যাদের নাম বাদ গিয়েছে জিজ্ঞাসা করতে এলে উনি নিজে, ভাই, দাদা মিলে ওই ছেলেদের মারধোর করেছে। তাঁর কাছে তো বাদ কেন গিয়েছে জিজ্ঞাসা করবেই। আমি ওঁর কাছে তালিকা চাইছি। কিন্তু উনি কিছুতেই তা দিচ্ছেন না।
Samserganj BLO অভিযোগ নিয়ে সরব হয়েছেন নাম বাদ যাওয়া ভোটাররাও
Samserganj BLO অভিযোগ নিয়ে সরব হয়েছেন নাম বাদ যাওয়া ভোটাররাও। তাঁদের দাবি, তাঁদের অন্য কোথাও নাম নেই। তাও বাদ দেওয়া হয়েছে নাম।
নাম বাদ যাওয়া ভোটার সনকা দাস বলেন, আমার স্বামী, জামাইকে মারধোর করেছে। আমাদের তিনজন এসেছিল জানতে। ওরা ১০-১৫ জন ইট, পাথর ছোড়াছুড়ি করেছে।
নাম বাদ যাওয়া ভোটার মাসুমা খাতুন বলেন, আমার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ি একই গ্রামে। ফর্ম জমা দিয়েছিলাম। বলছে নাম বাদ দিয়ে দিয়েছে।
Samserganj BLO এই বিষয়ে কী বলছেন বিএলও সুব্রত দাস?
Samserganj BLO বুথ লেভেল আধিকারিক সুব্রত দাসের পাল্টা দাবি, যারা দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করেন না সেটাই দেখানো হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করা হয়েছে। ভুল হলে বিষয়টা সমাধানের চেষ্টা হবে। আধিকারিকদের জানানো হয়েছে। আমরা কাওকে মারধোর করিনি। চাঁদকুমার দাস ১৫ বছর আগে স্থায়ীভাবে নিমতিতা হাসিমপুরে স্থায়ীভাবে বসবাস করে। রাত ১০ টা নাগাদ আমার বাড়িতে চাঁদকুমার দাস, ওঁর শ্যালক আসিত কুমার ঘোষ, জামাই অমিত কুমার দাস। তিনজন আমার বাড়িতে এসে ধাক্কা ধাক্কি করতে থাকে। আমাকে ফোন করা হয়। আমি আসি। বলি অভাব থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। পুলিস ডাকতে হয়।
Samserganj BLO কমিশন একরকম নির্দেশ দিচ্ছে, ভোটার একরকম বলছে, আমরা মধ্যবর্তী
Samserganj BLO তাঁর আরও বক্তব্য, যারা এখানে দীর্ঘ দিন ধরে বসবাস করেন না। আমরা দেখিয়েছি এখানে থাকেন না। যাদের ২০২৫ সালে ভোটার তালিকায় নাম ছিল। কিন্তু স্থায়ী বসবাস করে না, সেটাই দেখিয়েছি। যদি কারও কিছু বলার থাকে সেটা আমাদের আধিকারিক আছে জানাবেন। আমি আমার বক্তব্য জানাব। আমি চাই প্রত্যেক ভোটার যেন সুস্থ, স্বাভাবিক থাকে। একদিকে নির্বাচন কমিশন একরকম নির্দেশ দিচ্ছে। আমাদের ভোটার একরকম বলছে। আমরা থাকছি মধ্যবর্তী জায়গায়। আরও জানান, এখানে বসবাস করে নাম বাদ গিয়ে থাকলে আমি নিশ্চয় দেখব।













