Samserganj জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। বাসের ধাক্কায় এ কী অবস্থা টোটোর?

Published By: Imagine Desk | Published On:

Samserganj শুক্রবার ভরদুপুরে ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদে। সরকারি বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল টোটো। দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল সামসেরগঞ্জ থানার অন্তর্গত চকসাপুর সংলগ্ন জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ডাকবাংলার দিক থেকে বাসুদেবপুরের দিকে একজন যাত্রী নিয়ে যাচ্ছিল টোটো। উল্টো দিক থেকে আসছিল সরকারি বাস।

Samserganj কীভাবে ঘটল দুর্ঘটনা?

Samserganj প্রত্যক্ষদর্শীদের দাবি, চকসাপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে টোটোয় ধাক্কা দেয় সরকারি বাস। দুর্ঘটনার জেরে কার্যত দুমড়ে যায় টোটোটি। গুরুতর আহত হন টোটো চালক সিরাজুল শেখ এবং একজন যাত্রী। অন্যদিকে বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যেও ছড়ায় আতঙ্ক। তবে বাস যাত্রীরা কেউ আহত হন নি।

Samserganj দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় লোকজন। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দুজনকেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কান্নায় ভেঙে পরেন আহতদের আত্মীয়রা। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। কার গাফলতিতে ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা? উঠছে সেই প্রশ্ন।