এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samserganj সামসেরগঞ্জে বিএসএফ জওয়ানের একি কীর্তি !

Published on: June 15, 2025
Samserganj

Samserganj গভীর রাতে সামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার Dhulian Municipality  ১৫ নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাটি এলাকায় বিএসএফ ক্যাম্পে চলল মুহুর্মুহু গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক বিএসএফ BSF জওয়ানের। সহকর্মীর গুলিতে বিএসএফ জওয়ানের প্রাণ গিয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। এপ্রিল মাসে অশান্তির জেরে আদালতের নির্দেশে এলাকায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। জানা গিয়েছে শনিবার রাতে ধুলিয়ান পাহাড়ঘাটি এলাকায় বিএসএফ ক্যাম্পে ১১৯ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ান রতন সিং এর সাথে বিবাদ বাঁধে তার এক সহকর্মীর। সেই সময় সহকর্মী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ।

Samserganj  রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি হওয়ায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে প্রাণ যায় ঐ জওয়ানের। খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। কী কারণে এমন ঘটনা ঘটল তার তদন্তে নেমেছে বিএসএফ ও পুলিশ। মৃত বিএসএফ জওয়ান রতন লাল সিং রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now