Samserganj: ৮ দিন পর সামসেরগঞ্জে ভাঙ্গন পরিদর্শনে সাংসদ আবু হাসেম খান চৌধুরী

Published By: Madhyabanga News | Published On:

মাসুদ আলিঃ গঙ্গা ভাঙ্গনে ঘর ছাড়া বহু পরিবার। বিপজ্জনক অবস্থায় বহু বাড়ি। ঘর বাড়ি, জমি জায়গা যে কোন সময়ে তলিয়ে যাওয়ার উপক্রম। বিগত কয়েক সপ্তাহ ধরে সামসেরগঞ্জের গঙ্গা ভাঙ্গন ভয়াবহ আকার নিয়েছে। গঙ্গা ভাঙ্গন এলাকা পরিদর্শনে এলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী। বুধবার সকালে দলীয় কর্মীদের সাথে নিয়ে সামসেরগঞ্জের বোগদাদনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপগঞ্জ গ্রামে ভাঙ্গনের পরিস্থিতি খতিয়ে দেখেন। কথা বলেন ভাঙ্গন দুর্গতদের সাথে। সাংসদকে পেয়ে দুর্দশার কথা তুলে ধরেন ক্ষতিগ্রস্তরা। সাংসদ জানান, শুধু বালির বস্তা ফেলে ভাঙ্গন প্রতিরোধে সম্ভব নয়, স্থায়ী সমাধান জরুরি। আবারও চিঠি করা হয়েছে, সংসদেও বিষয়টি ফের তোলা হবে।

ভাঙন কবলিত সামসেরগঞ্জের বোগদাদ নগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি, সাংসদ ভাঙন শুরুর আট দিন পর আজ এলেন। এসে দেখে চলে গেলেন। কোন আশ্বাস মেলেনি সাংসদের কাছ থেকে।