Samserganj: ফের ভাঙন সামসেরগঞ্জে, নদীতে তলিয়ে গেল বালির বস্তা ভর্তি নৌকা

Published By: Madhyabanga News | Published On:

ফের গঙ্গা ভাঙন ভয়াবহ আকার নিল  মুর্শিদাবাদের সামসেরগঞ্জে । ভাঙন চলছেই উত্তর চাচন্ড গ্রামে। সকাল থেকে রাত গঙ্গা পারে গ্রামবাসীদের ভিড়। উৎকণ্ঠা আর আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। ভাঙন রোধে নৌকায় করে নদী পারে বালির বস্তা ফেলার কাজ শুরু হয়েছে প্রশাসনের তরফে। যদিও সেই বালির বস্তা ফেলার সময়েও ঘটে গেল বিপত্তি। উত্তর চাচন্ড গঙ্গা ঘাটে একটি নৌকা তলিয়ে গেল। প্রায় 400 বস্তা বালি ছিল ঐ নৌকায়।

স্থানীয় বাসিন্দারা চাইছেন বিকল্প কোন ব্যবস্থা। ভাঙন আতঙ্ক এখন উত্তর চাচন্ড গ্রাম জুড়ে। কেউ গ্রাম ছাড়ছেন, কেউ ঘর ভাঙছেন, কারও আবার ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে ভাঙনে। গ্রাম জুড়ে যেন ধবংসলীলা ক্ষেত্র। প্রশাসনিক সহায়তার দিকে তাকিয়ে রয়েছেন ভাঙন কবলিতরা।