এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Samerganj News: সাদামাটা চেহারার মহিলার ব্যাগে ৫ কেজি গাঁজা ! কোথায় হচ্ছিল পাচার ?

Published on: August 1, 2022

মাসুদ আলিঃ সামসেরগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। রবিবার রাতে চাঁদপুর – ঝাড়খান্ড সীমান্তে নাকা চেকিং এর সময় গ্ৰেফতার করা হয় এক মহিলাকে। পুলিশ সূত্রে খবর ধৃত ওই মহিলার নাম লীপিকা দেবনাথ । বাড়ি আলিপুরদুয়ারের সাহুলতলা এলাকায়। নেহাত সাদামাটা চেহারার মহিলা ব্যাগে করে ওই গাঁজা পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন। ধৃত ওই মহিলাকে সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হবে । গাঁজা পাচারের সাথে আলিপুরদুয়ারের ওই মহিলার যোগ কী ভাবে? কোথায় নিয়ে হওয়ার উদ্দেশ্য ছিল মাদক? ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে গোটা ঘটনার তদন্তে নামছে সামসেরগঞ্জ থানার পুলিশ। মহিলার ব্যাগে ছিল ৫ কেজি গাঁজা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now